খুসকির সমস্যায় বহু মানুষই ভুগে থাকেন। মাথার খুলির উপরের চামড়া পরিষ্কার না হলে বা কোনওভাবে সংক্রমণ হলে খুসকির সমস্যা হতে পারে। একবার মাথা খুসকিতে ভরে গেলে তা প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সারাক্ষণ মাথা চুলকানো ও তারপরে কাধে সাদা সাদা ধুলোর মতো ময়লা জমতে থাকা অপরের সামনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। খুসকি হলে মাথার চামড়া চুলকানো, লাল হয়ে যাওয়া ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশনও দেখা দেয়। তবে কয়েকটি পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা থেকে বাঁচা যেতে পারে। কী ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে খুসকির সমস্যা থেকে বাঁচা যেতে পারে তা জেনে নিন নিচের লেখা থেকে-
লেবু
লেবুর রস করে তা মাথার চামড়ায় লাগাতে হবে। লেবুকে পানিতে ফুটিয়ে ঠান্ডা করে তা লাগাতে হবে। বেশ কিছুদিন লেবুর রস লাগালে ফল পাবেন।
নিম
নিমের পেস্ট তৈরি করে তা স্কাল্পে লাগান। কিছুক্ষণ রেখে তা ধুয়ে ফেলুন। এতে চুলও উজ্জ্বল ও সিল্কের মতো হবে।
অ্যালোভেরা
অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি ফাঙ্গল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। কিছুদিন অ্যালো ভেরার রস মাথায় লাগালেই খুসকি দূর হবে।
বেকিং সোডা
মাথার চামড়ায় থাকা ডেড স্কিন তুলে দিতে বিশেষ সাহায্য করে বেকিং সোডা। গরম পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে তা চামড়ায় লাগান। কিছুক্ষণ পরে ধুঁয়ে ফেলুন।
মেথি
চুলের খুসকি দূর করতে মেথি আর একটি উপকারী উপাদান। মেথি পেস্ট করে তা চামড়ায় লাগান। কিছুক্ষণ রেখে ধুঁয়ে ফেলুন। কয়েকদিন করলেই খুসকি দূর হবে।
No comments:
Post a Comment