Latest News

বন্ধ হওয়া বা ব্লক সাইট দেখুন বিকল্প উপায়ে




ব্লক করা ওয়েবসাইট দেখার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় তাকে প্রক্সি সাইট বলা হয়। এই প্রক্সি সাইট দিয়ে ব্লক করা বা নিষিদ্ধ সব সাইটে সহজেই প্রবেশ করা যায়।

ইন্টারনেটে এরকম শত শত প্রক্সি সাইট রয়েছে, যা দিয়ে ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখা যায় সহজেই।

এই প্রক্সি সাইটগুলোর মধ্যে http://www.freeproxy.net হলো পৃথিবীর প্রথম ১০টি র্যাঙ্কড প্রক্সি ওয়েবসাইটের মধ্যে একটি। ইন্টারনেট ব্রাউজারে http://www.freeproxy.net লিখে এন্টার করার পর ঠিক মাঝামাঝি স্থানে একটি সার্চ করার জায়গা দেখা যাবে, সেখানে ব্লগ করা ওয়েবসাইটটির ঠিকানা লিখে সার্চ দিলেই সাইটটি দেখা যাবে। এ রকম আরও কিছু সাইটের ঠিকানা হলো :

www.zendproxy.com
www.pagewash.com
www.hidemyass.com
www.proxybrowsing.com
www.proxsafe.net
www.boomproxy.com
www.zfreez.com
www.proxy-server.at
www.newipnow.com
www.hidemehere.com
www.zend2.com

হটস্পটশিল্ডের সাহায্যে সাইট দেখা
এর জন্য www.hotspotshield.com থেকে ৬ মেগাবাইটের মতো এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On-এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পটশিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে ও সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। এখন যে কোনো ব্লক করা সাইট দেখা যাবে। পরে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF-এ ক্লিক করলেই হবে।

প্রোএক্সপিএন দ্বারা আইপি হাইড করে সাইট দেখা
প্রোএক্সপিএনসফটওয়্যারটি ব্যবহারের জন্য www.proxpn.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এখন প্রোএক্সপিএন সফটওয়্যারটিতে ইউজার (ইমেইল) পাসওয়ার্ড দিয়ে Connect বাটনে ক্লিক করুন তাহলে ভিপিএন চালু হবে এবং নতুন আইপি পাবে, যা সিস্টেমট্রেতে দেখা যাবে।
অ্যাকাউন্ট না থাকলে Create an account বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। আর এই ইউজার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে, ফলে পরে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না। এখন যে কোনো ব্লক করা সাইট দেখা যাবে।

ডিসকানেক্ট করতে চাইলে সিস্টেম ট্রেতে মাউসের ডান বাটনে ক্লিক করতে পারবেন। হটস্পটশিল্ড এবং প্রোএক্সপিএনের মতো আরও কিছু ভিপিএন
www.ultrasurf.us,
www.privitize.com
www.vpnbook.com

টর ব্রাউজারের সাহায্যে সাইট দেখা
টর ব্রাউজার বহনযোগ্য বলে ইনস্টল না করে বা ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালানো যায়। টর প্রজেক্টের ভেতরে মজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল থাকা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পরে না।

এর জন্য প্রথমে ফ্রি এবং বহনযোগ্য টর ব্রাউজার www.torproject.org থেকে ডাউনলোড করুন।
এবার আনজিপ করে Start Tor Browser চালু করুন। তাহলে Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সংযোগ স্থাপন হলে বহনযোগ্য মজিলা ফায়ারফক্সটি (টর ব্রাউজার) সক্রিয় অবস্থায় চালু হবে। ফলে Congratulations. You are using Tor. মেসেজ-সম্বলিত টর প্রজেক্টের চেক পেজ আসবে ও একটি আইপি দেয়া হবে।

এখন এই বহনযোগ্য মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যে কোনো বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।

No comments:

Post a Comment

0



ব্লক করা ওয়েবসাইট দেখার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় তাকে প্রক্সি সাইট বলা হয়। এই প্রক্সি সাইট দিয়ে ব্লক করা বা নিষিদ্ধ সব সাইটে সহজেই প্রবেশ করা যায়।

ইন্টারনেটে এরকম শত শত প্রক্সি সাইট রয়েছে, যা দিয়ে ডোমেইনের মাধ্যমে ব্লক করা সাইট দেখা যায় সহজেই।

এই প্রক্সি সাইটগুলোর মধ্যে http://www.freeproxy.net হলো পৃথিবীর প্রথম ১০টি র্যাঙ্কড প্রক্সি ওয়েবসাইটের মধ্যে একটি। ইন্টারনেট ব্রাউজারে http://www.freeproxy.net লিখে এন্টার করার পর ঠিক মাঝামাঝি স্থানে একটি সার্চ করার জায়গা দেখা যাবে, সেখানে ব্লগ করা ওয়েবসাইটটির ঠিকানা লিখে সার্চ দিলেই সাইটটি দেখা যাবে। এ রকম আরও কিছু সাইটের ঠিকানা হলো :

www.zendproxy.com
www.pagewash.com
www.hidemyass.com
www.proxybrowsing.com
www.proxsafe.net
www.boomproxy.com
www.zfreez.com
www.proxy-server.at
www.newipnow.com
www.hidemehere.com
www.zend2.com

হটস্পটশিল্ডের সাহায্যে সাইট দেখা
এর জন্য www.hotspotshield.com থেকে ৬ মেগাবাইটের মতো এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। ইনস্টল করার পরে সিস্টেমট্রেতে লাল রঙের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করে Connect/On-এ ক্লিক করলে ওয়েব ব্রাউজারে নতুন একটি পেজ খুলবে এবং হটস্পটশিল্ড সার্ভারের সঙ্গে কানেক্ট হবে এবং কিছুক্ষণ পরে Connected লেখা আসবে ও সিস্টেমট্রের আইকনটির রঙ সবুজ হবে। এখন যে কোনো ব্লক করা সাইট দেখা যাবে। পরে মূল আইপিতে ফিরে আসতে বা নতুন আইপি পেতে ডিসকানেক্ট করতে চাইলে ওই সবুজ আইকনে ক্লিক করে Disconnect/OFF-এ ক্লিক করলেই হবে।

প্রোএক্সপিএন দ্বারা আইপি হাইড করে সাইট দেখা
প্রোএক্সপিএনসফটওয়্যারটি ব্যবহারের জন্য www.proxpn.com থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এখন প্রোএক্সপিএন সফটওয়্যারটিতে ইউজার (ইমেইল) পাসওয়ার্ড দিয়ে Connect বাটনে ক্লিক করুন তাহলে ভিপিএন চালু হবে এবং নতুন আইপি পাবে, যা সিস্টেমট্রেতে দেখা যাবে।
অ্যাকাউন্ট না থাকলে Create an account বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। আর এই ইউজার পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে, ফলে পরে ইউজার পাসওয়ার্ড দিতে হবে না। এখন যে কোনো ব্লক করা সাইট দেখা যাবে।

ডিসকানেক্ট করতে চাইলে সিস্টেম ট্রেতে মাউসের ডান বাটনে ক্লিক করতে পারবেন। হটস্পটশিল্ড এবং প্রোএক্সপিএনের মতো আরও কিছু ভিপিএন
www.ultrasurf.us,
www.privitize.com
www.vpnbook.com

টর ব্রাউজারের সাহায্যে সাইট দেখা
টর ব্রাউজার বহনযোগ্য বলে ইনস্টল না করে বা ফ্লাশ ডিক্স থেকে সরাসরি চালানো যায়। টর প্রজেক্টের ভেতরে মজিলা ফায়ারফক্সের বহনযোগ্য সংস্করণ থাকায় কম্পিউটারে ইনস্টল থাকা ব্রাউজার ব্যবহারের প্রয়োজন পরে না।

এর জন্য প্রথমে ফ্রি এবং বহনযোগ্য টর ব্রাউজার www.torproject.org থেকে ডাউনলোড করুন।
এবার আনজিপ করে Start Tor Browser চালু করুন। তাহলে Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সংযোগ স্থাপন হলে বহনযোগ্য মজিলা ফায়ারফক্সটি (টর ব্রাউজার) সক্রিয় অবস্থায় চালু হবে। ফলে Congratulations. You are using Tor. মেসেজ-সম্বলিত টর প্রজেক্টের চেক পেজ আসবে ও একটি আইপি দেয়া হবে।

এখন এই বহনযোগ্য মজিলা ফায়ারফক্সের মাধ্যমে যে কোনো বন্ধ বা ব্লক থাকা ওয়েবসাইট ব্রাউজ করা যাবে।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.